Header Ads

সূৰ্য্য - সৌরজগত

1. সৌরজগতের কেন্দ্রীয় বস্তুপিন্ড হচ্ছে – সূর্য।
2. গ্যযাসীয়  বা বায়বীয় পদার্থই সূর্যের মৌলিকত্ব।
3. সূর্যে উপস্থিত গ্যাস ও তাদের শতকরা হার হলো হাইড্রোজেন ৫৫%, হিলিয়াম ৪৪%, অন্যান্য গ্যাস ১%
4. সূর্যের মৌলিক পদার্থ – হাইড্রোজেন, হিলিয়াম ও অন্যান্য বায়বীয় পদার্থ।
5.  সূর্যের মধ্যে যে মৌলিক গ্যাস বেশি অাছে – হাইড্রোজেন।
6.  সূর্যে মোট গ্যাসীয় বা বায়বীয় পদার্থের পরিমাণ – ২০৩২১০০০০ মিলিয়ন মেট্রিক টন।
7.  সূর্য পৃষ্ঠের উত্তাপ – ৬০০০ ডিগ্রি সেলসিয়াস।
8. সূর্যের নিকটতম নক্ষত্র – প্রক্সিমা  সেন্টটাউরি |
9.  সূর্য চন্দ্র অপেক্ষা বড় – ২ কোটি ৩০ লক্ষগুণ।
10.  সূর্য হতে পৃথিবীর দুরত্ব – ১৫ কোটি কিলোমিটার।
11. সৌরজগতের বাইরে প্রথম অাবিষ্কৃত গ্রহটির নাম – ৫১ পেগাসাস।
12. সূর্যগ্রহণ ঘটে – চাঁদ, সূর্য ও ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে।
13 সূর্য থেকে পৃথিবীতে অালো অাসতে সময় লাগে – 8 মিনিট 20 সেকেন্ড। আটমিনিট কুড়ি সেকেন্ড.
সূৰ্য্য সম্পৰ্কিত আরোও তথ্য  এই ভিডিও তে 

No comments

Powered by Blogger.