Header Ads

সরল সুদ



1. আসল বা মূলধনঃ যে পরিমাণ টাকা গচ্ছিত রাখা হয় বা ধার দেওয়া হয় বা খাটানো হয়, তাকে আসল বা মুলধন বলে।
2. সুদ : আসলের অতিরিক্ত যে টাকা ঋণদাতাকে দেওয়া হয়, তাকে সুদ বলে।
3. সুদআসল: সুদ ও অাসলেরর টাকাকে একত্রে সুদাসল বলে। অর্থাৎ সুদাসল = সুদ + আসল।
4.  সুদের শ্রেণিবিভাগ:
5. মুনাফা বা সুদ সাধারণত দুই প্রকার। যথা :
A. সরল মুনাফা বা সুদ
B. চক্রবৃদ্ধি মুনাফা বা সুদ
এখানে আমরা কেবল সরল সুদ-ই জানবো--
6. সরল সুদ বা মুনাফা: সুদের হিসাব যদি পুরো সময়ের জন্য সুষমভাবে করা হয়, তবে তাকে সরল সুদ  বলে।

 সুত্র:
1. সরল সুদ = (আসল x সুদের হার x সময়) / ১০০
2. আসল = (১০০ x মোট সুদ) / (সুদের হার x সময়)
– সুদআসল দেয়া থাকলে,
3. আসল = (১০০ x সুদআসল) / (সময় x হার + ১০০)
4. সুদের হার = (১০০ x মোট সুদ) / (আসল x সময়)
5. সময় = (১০০ x মোট সুদ) / (আসল x সুদের হার)
শর্টকাট ফর্মুলা:
6. সরল সুদ নির্ণয়ের সূত্র:
I = Prt/100
[এখানে, I = সুদ  P= অাসল, r = সুদের হার  এবং T=সময়]

I=Prt/100 দিয়ে সবকিছু বার করা যায়, যেটার মান নেই, সেটা সেই রকম ভাবে রেখে দিয়ে অঙ্ক করলেই হবে


No comments

Powered by Blogger.