Header Ads

মৌমাছির সম্পর্কে অজানা তথ্য

 মৌমাছির  সম্পর্কে অজানা তথ্য 

২০ শে মে, বিশ্ব মৌমাছি দিবস (World Bee Day)। বাস্তুতন্ত্রে মৌমাছি ও অন্যান্য পরাগ বহনকারী পতঙ্গদের ভূমিকা তুলে ধরতে প্রতিবছর এই দিনটি বিশ্ব মৌমাছি দিবস রূপে পালন করা হয়। ২০১৭ সালের ডিসেম্বর মাসে স্লোভেনিয়ার প্রস্তাবে রাষ্ট্রসংঘ ২০ শে মে দিনটিকে বিশ্ব মৌমাছি দিবস রূপে ঘোষণা  করে। ২০১৮ সালে প্রথমবার বিশ্ব মৌমাছি দিবস পালন করা হয়। ২০ শে মে হল আধুনিক মৌমাছি পালনের পথপ্রদর্শক অ্যান্টন জানসা (১৭৩৪-৭৩) এর জন্মদিন। তাঁরই স্মরণে এই দিনটি বিশ্ব মৌমাছি দিবস রূপে পালন করা হয়। 


মৌমাছি : জানা-অজানা তথ্য
মৌমাছি সম্পর্কে জানা-অজানা কিছু তথ্য তুলে ধরা হল। 
(১) আন্টার্কটিকা মহাদেশ ছাড়া, পৃথিবীর সকল মহাদেশেই মৌমাছি দেখা যায়। এখনও পর্যন্ত পৃথিবীতে ১৬০০০+ প্রজাতির মৌমাছির সন্ধান মিলেছে।
(২) পৃথিবীর বৃহত্তম প্রজাতির মৌমাছি হল ফ্লাইং বুলডগ বা 'Megachile Pluto', যা একসময় বিলুপ্ত মনে করা হলেও সম্প্রতি ইন্দোনেশিয়াতে দেখা গেছে। 
(৩) কৃত্রিম ভাবে মানুষের দ্বারা মধু ও অন্যান্য মৌমাছিজাত দ্রব্য সংগ্রহের জন্য মৌমাছি পালন 'অ্যাপিকালচার' (Apiculture) নামে পরিচিত।



(৪) ভারতে পাওয়া যায় এরকম মৌমাছি প্রজাতিগুলির মধ্যে পাথুরে মৌমাছি (Apis dorsata) সর্বাধিক মধু উৎপাদন করে থাকে। 
(৫) মৌমাছি গড়ে ২৫ কিমি/ঘন্টা বেগে উড়তে পারে এবং প্রতিটি মৌমাছির ১৭০ টি ঘ্রাণ-গ্রাহক থাকে। 
তথ্যসূত্রঃ- ন্যাশনাল জিওগ্রাফিক, Wikipedia

No comments

Powered by Blogger.