পরিমাপ ও একক
পরিমাপ ও একক
ভৌত রাশি-
স্কেলার রাশি, ভেক্টর রাশি।
সংজ্ঞা
পরিমাপযোগ্য যে-কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত বা প্রাকৃতিক রাশি বলা হয়। উদাহরণ : দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি।
ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি দু-প্রকারের
স্কেলার রাশি: যে রাশির কেবলমাত্র মান আছে, কিন্তু অভিমুখ বা দিক নেই, তাদের স্কেলার রাশি বলা হয়। একজাতীয়
স্কেলার রাশির যোগ বা গুণ বীজগাণিতিক নিয়ম অনুসারে হয়। যেমন—দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, ঘনত্ব, তাপ, উন্নতা, কার্য,
শক্তি, ক্ষমতা, তড়িৎপ্রবাহমাত্রা, রোধ, ধারকত্ব, দ্রুতি, চাপ, কম্পাঙ্ক ইত্যাদি।
ভেক্টর রাশি: যে রাশির মান এবং অভিমুখ উভয়ই আছে, তাদের ভেক্টর রাশি বলা হয়। একজাতীয় ভেক্টর রাশির যোগ বা গুণ বীজগণিতিক নিয়ম অনুসারে হয় না। ভেক্টর বীজগণিতের নিয়ম এক্ষেত্রে প্রযোজ্য। যেমন—সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ,
বল, ওজন, ক্ষেত্রফল, ঘাত, তড়িৎপ্রাবল্য, চৌম্বক প্রাবল্য ইত্যাদি।
প্রকারভেদ
একক এবং এককের প্রকারভেদ
কোনো প্রাকৃতিক রাশিকে পরিমাপ করতে হলে ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিমাপকে প্রমাণ হিসেবে ধরে ওই রাশি অথবা সমজাতীয় অন্যান্য রাশিকে পরিমাপ করা হয়। এই নির্দিষ্ট প্রমাণ মানকেই
ওই রাশির একক বলা হয়।
প্রকারভেদ
একক দু-প্রকারের
প্রাথমিক বা মূল একক, 2 লব্ধ একক।
প্রাথমিক একক: যে ভৌত রাশির (দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি) এককগুলি পরস্পরের ওপর নির্ভরশীল নয় এবং যাদের থেকে অন্যান্য রাশির একক গঠন করা যায় তাদের প্রাথমিক একক বলা হয়। যেমন – দৈর্ঘ্য, ভর, সময়ের একক ইত্যাদি।
লব্ধ একক: এক বা একাধিক মূল এককের সাহায্যে যে সমস্ত ভৌত রাশির একক গঠন করা যায়, তাদের লব্ধ একক বলা হয়। যেমন—ক্ষেত্রফলের একক, আয়তনের একক, বলের একক, ত্বরণের একক ইত্যাদি।
<![if !vml]> |
CGS একক |
FPS একক |
SI একক |
মাত্রা প্রকাশের চিহ্ন |
দৈর্ঘ্য |
CENTIMETRE (cm) |
FOOT (ft) |
METRE(m) |
L |
ভর |
GRAM (g) |
POUND (lb) |
KILOGRAM (kg) |
M |
সময় |
SECOND (s) |
SECOND (s) |
SECOND (s) |
T |
উষ্ণতা |
DEGREE-CENTIGRADE বা DEGREE-CELSIUS (°C) |
DEGREE-FAHRENHEIT (°F) |
KELVIN (K) |
I |
তড়িৎ প্রবাহমাত্রা
|
-- |
-- |
AMPERE(A) |
θ |
দীপন প্রাবল্য
|
-- |
-- |
CANDELA (cd) |
J |
পদার্থের পরিমাণ |
-- |
-- |
MOLE (mol) |
N |
No comments