Header Ads

NRC কী? কেন ? কবে ?


NRC নিয়ে মানুষের মনে কিছু বিভ্রান্তি, ভয়, জিজ্ঞাসা তৈরি হয়েছে ।
তাই খুব সহজ ভাষায় কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করা হলো। সবার আগে বলা প্রয়োজন অযথা আতঙ্কিত হবেন না ।

* NRC কি ?
খুব সহজে বলতে গেলে 1971 সালের পরে পরে যারা অবৈধ ভাবে ইন্ডিয়ায় এসেছে ,তাদের সনাক্তকরণ ।

*NRC কি সারা ভারতের জন্য?
না । শুধু মাত্র আসাম রাজ্যের জন্য ।

* NRC করা হয়েছে কি মুসলমান দের তাড়ানোর জন্য?
 একদম না, NRC এর সঙ্গে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নেই ।


*NRC কি BJP করছে?
 না, কংগ্রেসের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 1985 সালের আসাম চুক্তি অনুযায়ী, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে NRC হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত BJP এর কোনো ভূমিকা নেই ।

* তাহলে ওরা NRC NRC করে সারা দিন লাফাচ্ছে কেন?
 ধর্মীয় মেরুকরন,ধর্মীয় আবেগ করে রাজনীতি ।

*ভবিষ্যতে কি সারা ভারতে চালু হতে পরে?
 হ্যাঁ পারে,

*তাহলে কি শুধুমাত্র পশ্চিমবঙ্গে আর পরে হতে পারে কি?
 হতেই পারে।

* তাহলে শুনছি নাকি 2020 সালের এপ্রিল মাস থেকে NRC চালু হবে?

একদম না, এই রকম কিছুই নেই, যেটা হবে সেটা হল NPR , মানে জনগণনা যেটা প্রত্যেক 10 বছর অন্তর জনগণনা হয় । একজন লোক আপনার বাড়ি আসবে তাঁকে নিজের নাম, পরিবারের সদস্যদের নাম ইত্যাদি বলতে হবে ।

* শুনছি নাকি নাকি CAB করে পশ্চিমবঙ্গে NRC চালু করা হবে? CAB কি?
 CAB হল, Citizenship Ammendment Bill


* CAB বিল পাস হলেই কি অন্য দেশ থেকে আসা সবাই নাগরিক  হয়ে যাবে?
 না, তাদের 6 বছর ইন্ডিয়ায় থাকার অনুমতি দেয়া হবে, 6 বছর পর তারা নাগরিকেত্বর জন্য আবেদন করতে পারবেন । মানে এই রকম হতে পারে সে ছিল নাগরিক, কিন্তু তাঁকে 6 বছরের জন্য সব অধিকার কেড়ে নিয়ে, অনেকটা অন্য দেশে ঘুরতে যাওয়া মানুষের মত করে দিল, তারা না ভোট দিতে পরবে না সরকারি কিছু সুবিধা পাবেন ।

* এখন ভোটার কার্ড নিয়ে কি সব করতে বলছে, না করলে কি, দেশ থেকে তাড়িয়ে দেবে ??
 একদম না, আপনার যদি ভোটার কার্ডে নাম,ঠিকানা সব টিক থাকে আপনাকে কিছুই করতে হবে না, ভূল থাকলে ঠিক  করে নেবেন ।

* যদি ভবিষ্যতে NRC চালু হয় তাহলে কি কি DOCUMENTS লাগবে?
   অনেক কিছুর কথাই বলা আছে, কিন্তু যে গুলো দিয়ে সহজে প্রমাণ করা যাবে 1971 সালের আগের ভোটার লিস্ট, জমির রেকর্ড, আর কিছু হিন্দু বন্ধু দের জন্য1971 সালের আগে শরনার্থী কার্ড । যে কোন একটি হলেই চলবে ।

* উপরে বলা Documents গুলো তো আমার কাছে নেই, তাহলে কি হবে?
   আতঙ্কিত হওয়ার কিছু নেই, আপনার কাছে না থাকলেও সরকারের কাছে সব রেকর্ড আছে । নির্দিষ্ট সময়ে চাইলেই পাবেন ।


* এখন কি করণীয়?
 কিছুই করণীয় নেই, গুজবে কান দেবেন না, গুজব চড়াবেন না, নিজের কাজ করুন, আনন্দে থাকুন আগে যেমন ছিলেন । ঘাবড়ে যাওয়ার মত কিছুই হয় নি ।

No comments

Powered by Blogger.