Header Ads

মিসনেলিয়াস সার্ভিস পদে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন

মিসনেলিয়াস সার্ভিস পদে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বেশ কিছু কর্মী নিয়োগ করবে ( মোট কতজন কর্মী নিয়োগ করা হবে সে সংক্রান্ত কোনও তথ্য এখনও পর্যন্ত দেওয়া হয়নি ) ।

বিজ্ঞপ্তি নম্বর ১৩/২০১৯

অনলাইনে আবেদন শুরুর তারিখ ১০/০৬/২০১৯ । আবেদন করার শেষ সময়সীমা ০১/০৭/২০১৯ তারিখ মধ্যরাত পর্যন্ত ।।

মোট ১৯ রকমের পদে কর্মী নিয়োগ করা হবে ।

 তিনটি ভাগে পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ সম্পন্ন হবে । প্রথমত পিলি পরীক্ষা নেওয়া হবে অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে । দ্বিতীয়ত মেন পরীক্ষা নেওয়া হবে বর্ণনামূলক প্রশ্নে লিখিত পরীক্ষা হবে । এবং তৃতীয় বা সব শেষ ধাপে মৌখিক পরীক্ষা নেওয়া হবে ।। (সম্পূর্ণ সিলেবাস পরে জানিয়ে দেওয়া হবে ।)

প্রথম পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ।

 পশ্চিমবঙ্গের মোট ২৬ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে ।

বেতন:- পে ব্যান্ড ৩ অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে মাসিক মূল বেতন হবে ৭,১০০ টাকা থেকে ৩৭,৬০০ টাকা পর্যন্ত এবং গ্রেড পে ৩,৯০০ টাকা ।

শিক্ষাগত যোগ্যতা :- সরকারি স্বীকৃত যেকোন প্রতিষ্ঠান থেকে আপনাকে ডিগ্রী কোর্স পাস করে থাকতে হবে ।

বয়স :- ০১/০১/২০১৯ এর হিসাবে আপনার বয়স ২০ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে । অর্থাত্ ০২/০১/১৯৮০ এর আগে এবং ০১/০১/১৯৯৯ এর পরে জন্মগ্রহণ করলে আপনি আবেদন করতে পারবেন না । আপনার বয়সের সত্যতা যাচাই করা হবে মাধ্যমিকের এডমিড কার্ড দেখে ।
[ SC, ST, OBC ও শারিরীক প্রতিবন্ধীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন ]

অবশ্যই আপনাকে ভারতীয় হতে হবে এবং বাংলা ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে ।।

 অনলাইনে আবেদন করতে আপনাকে পরীক্ষা ফি দিতে হবে ১৬০ টাকা সাথে সার্ভিস চার্জ ৫ টাকা । টাকা যদি আপনি অফলাইনে ব্যাঙ্ক কাউন্টারে গিয়ে জমা করেন তাহলে আপনাকে অতিরিক্ত ২০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে ।

[ বিঃ দ্রঃ - SC, ST এবং শারীরিক প্রতিবন্ধীদের কোনও রকম পরীক্ষা ফি দিতে হবে না ।। ]

No comments

Powered by Blogger.