প্রবাদ ও প্রবচন (অর্থসহ )
1) বিড়ালের ভাগ্য শিকা ছেঁড়া-
ভাগ্যক্রমে প্রত্যাশিত সুযোগ লাভ।
2) বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা-
আসল ঝুঁকি নেওয়া।
3) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ- বৃদ্ধ
বয়সে শিশু বা যুবকের মতো আচরণ
করা।
4) বুকে ঢেঁকির পাড় পড়া- তীব্র
আতঙ্কে প্রবল বেগে হ্রদপিন্ডের
স্পন্দন হওয়া।
5) বুক দশ হাত হওয়া- আনন্দিত হওয়া বা
অহঙ্কৃত হওয়া।
6) বুকে পিঠ করে মানুষ করা- অত্যন্ত
আদর যত্ন করে পালন করা।
7) বুকে বসে দাড়ি উপড়ানো-
আশ্রয়দাতা বা প্রতিপালকের
অনিষ্ট সাধন করা।
8) বুদ্ধির গোঁড়ায় ধোঁয়া দেওয়া -
চিন্তা করতে বসা।
9) মাথার উপরে শকুন উড়া- অতিশয়
বিপদ সন্নিকটে।
10) মাথার ঘায়ে কুকুর পাগল-বিষম
বিপদে পড়ে পাগল হওয়া।
11) ঘাড়ে দুইটি মাথা থাকা-
দুঃসাহসী।
12) ঢেঁকির শব্দ বড়-ভিতরে যার কিছুই
নেই তার বাজে বেশি।
13) বামন গেল ঘর তো লাঙ্গল তুলে ধর-
কর্মচারীদের উপর দৃষ্টি না রাখলে
তারা কাজ করে না।
14) বামন শুদ্দুর তফাৎ- আকাশ পাতাল
পার্থক্য।
15) বামনের গরু- যে ব্যক্তি বা বস্তুর
নিকট অল্প ব্যয়ে প্রচুর কাজ পাওয়া
যায়।
16) বাবু বাছা করা-পুত্রবৎ সস্নেহে
বাক্য বলা।
আমাদের সাথে telegram এ যুক্ত হন -- https://t.me/railwaysntpcbengali
আমাদের সাথে whatsapp এ যুক্ত হন--- https://whatsapp.com/channel/0029Vb2bIFU8PgsE1peYGE2c
17) বাবু বাছা বলা-স্নেহ ও আদর করা।18) কূলে রাখা কি শ্যাম রাখা-উভয়
সঙ্কটে পড়া।
19) বাতাসের সঙ্গে লড়াই করা-
বিনা কারণে ঝগড়া করা।
20) হাড় ভাজা ভাজা হওয়া-
জ্বালাতন হওয়া।
21) গাছে তুলে দিয়ে মই কেড়ে
নেওয়া-উৎসাহ দিয়ে কর্মে প্রবৃত্ত
করে অসহায় অবস্থায় সরে দাঁড়ানো।
22) পাকা ধানে মই দেওয়া-লাভের
মুখে সমূহ ক্ষতি করা।
23) মাথা ঠোকাঠুকি হওয়া-
অপ্রত্যাশিতভাবে দেখা দেওয়া।
24) মুখ শুকিয়ে আমসি হওয়া-ভয়
ব্যাধি উদ্বেগ ইত্যাদি হেতু মুখের
রুগ্ন অবস্থা।
WhatsApp
Join Now
Telegram
Join Now
25) যাহা বাহান্ন তাহাই
তিপ্পান্ন-একটু ক্ষতির ভয়ে পশ্চাৎপদ
না হওয়া।
26) গদাই লস্করই চাল-অতি-মন্থর গতি।
27) লেজে গোবরে ল্যাজে
গোবরে-অক্ষমতার জন্য বিপদযস্ত
অবস্থায় উপনীত।
28) শিব গড়তে বাঁদর গড়া-খুব ভালো
কিছু করতে গিয়ে খারাপ কিছু করা।
29) সব শিয়ালেরা এক রা-সমদলবুক্ত
সকল ব্যক্তির একই রকম মত।
30) শুঁড়ির সাক্ষী মাতাল-অসৎ
ব্যক্তিকে অসৎ ব্যক্তি সমর্থন করে।
31) শুকনো কথায় চিড়ে ভিজানো-শুধু
মুখের কথায় কাজ হয়না।
32) শুকরের পাল ধোয়ানো-অনভীস্প
িত ও গুণহীন প্রচুর সন্তান।
33) ষাঁড়ের গোবর ষাঁড়ের নাদ-
অকর্মণ্য লোক,ষাঁড়ের গোবর যেমন
হিন্দু ধর্মের ধর্মকার্যে ব্যবহার করা
হয় না।
34) গোকুলের ষাঁড়- বৃন্দাবনের মুক্ত
ষাঁড়ের মত স্বেচ্ছা-বিহারী
দায়িত্বহীন ব্যক্তি।
35) ষেটের বাছা,ষেটের কোলের
বাছা-যষ্ঠীদেবীর অনুগ্রহপ্রাপ্ত
সন্তান।
36) ষোল আনা বাজিয়ে নেওয়া-
সর্বদিক থেকে বিচার করে নেওয়া।
37) অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট-বহু
কর্তায় অত্যন্ত বিশৃঙ্খলা সৃষ্টি করা।
38) গণ্ডূষ জলে সফরীর ফরফরানি-অতি
অল্প পানিতে পুঁঠি মাছের ফর ফর
করে ঘোরা।
39) ধরাকে সরা জ্ঞান করা-মৃৎপাত্র
বা সরার ন্যায় ক্ষুদ্র ও তুচ্ছ মনে করা।
40) সস্তার কিস্তি মাত-পরিশ্রমে
কোন বিষয়ে সাফল্য লাভ।
41) সাত চড়ে রা করে না/ বেরোয়
না-সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করে।
42) সাত নকলে আসল খাস্তা-বার বার
নকল করতে করতে সূচনার যার নকল করা
হয়েছে তা বিকৃত হওয়া।
43) সাত পুরুষে না শোনা-
বংশানুক্রমে না শুনা।
44) সাতেও নেই পাঁচেও নেই-
সংশ্রবশূণ্য।
45) সাপটা ধরে কেনা-একদামে
সমস্ত জিনিস কেনা।
46) সাপের হাঁচি বেদেয় চিনে-
অভিজ্ঞ লোকের লক্ষণ দেখে
চিনতে ভুল করে না।
47) সাপের হাঁড়ি-অতিশয়
কোপনস্বভাবা নারী।
48) সোনার কাঠি রুপোর কাঠি-
জীবনকাঠি ও মরণকাঠি।
49) সোনার দোয়াত কলম হওয়া-
বিদ্বান ও বিত্তবান হওয়া।
50) স্বভাব যায় না মলে ইল্লত যায় না
ধুলে- পানি দ্বারা ধুলে ও
নোংরামি দূর করা যেরূপ অসম্ভব।
WhatsApp
Join Now
Telegram
Join Now
No comments