Header Ads

Embedded GIF

স্কুল সার্ভিস কমিশনে আবার কাউন্সেলিং


এসএসসিতে আবার নতুন করে কাউন্সেলিং হতে পারে । তবে এবার একাদশ-দ্বাদশ নয় নবম-দশম শ্রেণীর চতুর্থ কাউন্সেলিং হতে পারে।  জানা গিয়েছে এসএসসির নবম-দশম এর চতুর্থ কাউন্সেলিংয়ের নোটিশ আগামী ১১ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার প্রকাশিত হতে চলেছে। তার দুই দিন পর অর্থাৎ ১৩ সেপ্টেম্বর, শুক্রবার থেকে স্কুল তালিকা এবং ইন্টিমেশন লেটার ডাউনলোড করা যাবে। মোট চার দিন ধরে কাউন্সেলিং প্রক্রিয়া চলবে।


কাউন্সেলিং হবে এই মাসের ১৬, ১৭, ১৮ এবং ১৯ তারিখে। সমস্ত ননজয়েনিং সিট যোগ করা হয়েছে। কিছু ক্ষেত্রে সিট আপডেট করা হয়েছে। কয়েকটি বিষয়ে ক্যাটেগরি ভিত্তিক অনেক কম সিট অ্যাড হয়েছে। তবে জানা গিয়েছে প্রায় ১৮০০ সিটে নিয়গের জন্য হবে এই চতুর্থ ফেজের কাউন্সেলিং প্রক্রিয়া।

No comments

Powered by Blogger.