Header Ads

Article_370_ধারায় কি কি আছে:-

 জম্মু কাশ্মীরের বাসিন্দাদের দ্বৈত নাগরিকত্ব আছে ।
জম্মু কাশ্মীরের নিজস্ব আলাদা জাতীয় পতাকা আছে ।
জম্মু কাশ্মীরের বিধানসভার কার্যকাল ৬ বছর, যেখানে ভারতের অন্য               
  সব রাজ্যের বিধানসভার কার্যকাল ৫ বছর।
জম্মু  কাশ্মীরের মধ্যে আমাদের জাতীয় পতাকা বা জাতীয় প্রতীকের
  অপমান শাস্তিযোগ্য  অপরাধ নয় ।
ভারতীয় সুপ্রিমকোর্টের আদেশ জম্মু কাশ্মীরের মধ্যে প্রযোজ্য নয় ।

ভারতীয় সংসদ জম্মু কাশ্মীরের বিষয়ে অত্যন্ত সীমিত ক্ষেত্রেই আইন 
  তৈরি করতে পারে I
 জম্মু কাশ্মীরের কোনো মহিলা ভারতের অন্য রাজ্যের ব্যক্তিকে বিবাহ করলে
   সেইমহিলা জম্মু কাশ্মীরের নাগরিকত্ব হারায়, ঠিক এর বিপরীত দিকে যদি সে
  পাকিস্তানের ব্যক্তিকে বিবাহ করে তাহলে তার পাশাপাশি সেই ব্যাক্তিটিও জম্মু
  কাশ্মীরের নাগরিকত্ব পেয়ে যায়।
 ধারা ৩৭০ এর কারণে জম্মু কাশ্মীরে RTI,RTE ও CAG  এর মতো
  ভারতেরকোনো আইনই প্রযোজ্য নয় ।
 কাশ্মীরের  মহিলাদের উপর শরিয়া আইন চালু আছে ।
 কাশ্মীরে  কোনো  পঞ্চায়েত ব্যাবস্থা নেই ।
 কাশ্মীরে একজন পিওন মাসিক মাত্র ২৫০০ টাকা পায় ।

 কাশ্মীরে সংখ্যালঘুরা (হিন্দু-শিখ) ১৬% সংরক্ষণ পায় না ।
 ৩৭০- ধারার কারণে কাশ্মীরের বাইরের মানুষ কাশ্মীরে জমি কিনতে পারে না ।
 ৩৭০- ধারার কারণে পাকিস্তানিরাও ভারতের নাগরিকত্ত্ব পেতে পারে ।কেবল  তারা কাশ্মীরের মেয়েদের বিয়ে করলেই হয় ।




 Article_370_বিলুপ্ত_হলে_কি হবে ?

1: কাশ্মীরের আলাদা কোনো পতাকা থাকবে না । এখন থেকে শুধুমাত্র ভারতের পতাকাই কাশ্মীরের আকাশে উড়বে ।

2: ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসেবে আপনি এখন থেকে কাশ্মীরে গিয়ে জমি ও সম্পত্তি  কিনতে পারবেন । সেই অধিকার আপনার হাতে এলো ।

3: এতদিন জম্মু কাশ্মীরের কোনো সরকারি চাকরিতে অন্য কোনো রাজ্যের মানুষ অংশ নিতে পারতেন না , এবার সেই অধিকারও আপনার হাতে চলে এলো ।

4: জম্মু কাশ্মীরে ভারতের আইন লাগু হবে । এক দেশ এক আইন ।

5: কাশ্মিরিদের জন্য আলাদা কোনো নাগরিকত্ব থাকবে না । তাঁরাও ভারতীয় হিসেবে গণ্য হবেন ।



6: বিধানসভা ছয়বছরের জায়গায় পাঁচ বছরেই সীমাবদ্ধ থাকবে ।

7: সুপ্রিম কোর্টের কোনো অধিকার এতদিন ছিলো না । এখন থেকে সুপ্রিম কোর্টের আওতায় চলে এলো কাশ্মীর ।

8: এতদিন অন্য  যে কোনো পতাকা দেখালেও কোনো ব্যবস্থা নেয়া যেত না , এবার তা করা যাবে । আশা রাখি কাশ্মীরের আকাশে আর পাকিস্থান বা isis এর পতাকা উড়বে না ।

9: শুধুমাত্র বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমেই পাকিস্থানিরা কাশ্মীরের নাগরিকত্ব পেয়ে যেত , এখন থেকে সে পথও চিরতরে বন্ধ হয়ে গেল ।

প্রত্যেক ভারতীয়কে অনুরোধ এই দৃঢ় পদক্ষেপকে সাদরে গ্রহণ করুন । এক দেশ , এক আশা , এক আইন , এক লক্ষ প্রতিষ্টিত হোক ।

No comments

Powered by Blogger.