Header Ads

চন্দ্রায়ন-2 মিশন সম্পর্কিত প্রশ্ন উত্তর



1)চন্দ্রায়ন-2 মিশন টি লঞ্চ করা হলো কোন সেন্টার থেকে?
 সতীশ ধাওয়ান স্পেস সেন্টার , শ্রীহরিকোটা
2)চন্দ্রায়ন 2 মিশন কত তারিখে লঞ্চ করা হলো ?
22 জুলাই , 2019 (2:43pm)
3)চন্দ্রায়ন 2 কবে চাঁদের মাটি স্পর্শ করবে?
7 সেপ্টম্বর 2019
4)চন্দ্রায়ন-2  চাঁদের কোথায় ল্যান্ড করবে?
দক্ষিণ
5)চাঁদে রোভার ল্যান্ড করানোই ভারত কত তম দেশ হবে?
চতুর্থ




6)চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করানোতে ভারত কত তম দেশ হবে?
 প্রথম
7) রোভারের নাম কি রাখা হয়েছে?
 প্রজ্ঞান
8)মিশন ডিরেক্টর কে?
 Ritu Karidhal
9)প্রজেক্ট ডিরেক্টর কে?
Muthayya Vanitha
10)লান্ডারের নাম কি?
বিক্রম



11)চন্দ্রায়ন-2 এর ওজন কত?
3850 কেজি
12)চন্দ্রায়ন-2 এর খরচ কত?
978 কোটি টাকা
13)চন্দ্রায়ন-2 মিশন লঞ্চ করল কোন সংস্থা?
  ইসরো




14)ISRO পুরো নাম কি?
Indian Space Research Organisation
15)ISRO বর্তমান চেয়ারম্যান কে?
K. সিবান
16)ISRO কবে স্থাপিত হয়?
1969 সালের 15ই আগস্ট
17)চন্দ্রায়ন-2 লঞ্চ করা হলো কোন ভেহিকেল?
GSLV Mk III




18)সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত?
শ্রীহরিকোটা, AP
19)GSLV পুরো নাম কি?
Geosynchronous Satellite Launch Vehicle
20)পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
3.84 লাখ
21)লান্ডারের নাম দেওয়া হয়েছে কার নামানুসারে?
Indian space programme এর জনক বিক্রম সারাভায় এর নামানুসারে
22)ল্যান্ডার টিকে কোথায় নামানো হবে?
দুইটি গর্তর ম্যানজিনস সি এবং সিম্পিলিয়াস এন-এর মাঝখানে
23)রোভারটি কয় চাকা বিশিষ্ট?
ছয় চাকা বিশিষ্ট



24)ল্যান্ডারের ওজন কত?
1471 কেজি
25)রোভারের ওজন কত?
27 কেজি
26)চন্দ্রায়ন-1 মিশন কত সালে হয়েছিল?
2008 সালে

No comments

Powered by Blogger.