Header Ads

গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর


Q.আলো যে সাতটি বর্ণের সমষ্টি তা কে প্রমাণ করেছেন ?
Ans:নিউটন
Q.টেলমি কে?
Ans:জ্যোতির্বিদ
Q.কলের জলে সাধারণত কোন উপাদান বেশি থাকে ?
Ans:আয়রণ (লৌহ)
Q.হীরা আধারে চকচক করে কেন ?
Ans:হীরা সংকট কোন বেশি বলে / প্রতিসরণের জন্য
Q.টেলিভিশনে কি ধরণের তরঙ্গ ব্যবহার করা হয় ?
Ans:মাইক্রোওয়েব
Q.আলোর কোয়ান্টাম তত্বের প্রবর্তক কে?
Ans:ম্যাক্স প্লাঙ্ক
Q.উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্র?
Ans:ওডোমিটার;
Q.দুধের রং সাদা হয় ?
Ans:প্রোটিনের জন্য
Q.মানুষের হৃদপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
Ans:চারটি
Q.ডি.এন.এ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে ?
Ans:ওয়াটসন ও ক্রিক
Q.হৃদপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত ?
Ans:বিশেষ ধরনের অনৈচ্ছিক
Q.কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় ?
Ans:উট
Q.আকৃতি ,অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
Ans:৩
Q.প্রবাল এক প্রকার ?
Ans:বহুকোষী কীট
Q.হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ ?
Ans:আমিষ
Q.রংধনু সৃষ্টির বেলায় জলের কণাগুলো কিসের কাজ করে?
Ans:লেন্সের
Q.যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না
Ans:হেপারিন
Q.মানব চোখে কয়টি অশ্রু গ্রন্থী থাকে ?
Ans:২ টি
Q.মানব চোখে পেশীর সংখ্যা কত ?
Ans:৬ টি
Q.চোখের জলের উত্স কোথায় ?
Ans:ল্যাক্রিমাল গ্রন্থী
Q.ইনসুলিন অগ্নাশয়ের কোথায় তৈরী হয় ?
Ans:বিটা কোষে
Q.চোখে আলো প্রবেশ করে কোন অংশ দিয়ে ?
Ans:কর্ণিয়া
Q.ব্লাড ক্যান্সার কেন হয় ?
Ans:রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে
Q.ভিটামিন কে ও বি কোথায় সংস্লেসিত হয় ?
Ans:বৃহদন্তে
Q.ক্ষুদ্রান্ত্র এর বিশোসক একক কি ?
Ans:ভিলাস
Q.মানুষের আ্যাপেডিক্স কোথায় অবস্থান করে ?
Ans: সিকামে
Q.থাইরয়েডের অবস্থান কোথায় ?
Ans:গলায় ল্যারিংসের এর উপরে , দু পাশে
Q.নালী বিহীন গ্রন্থী গুলোর মধ্যে কোনটি প্রধানতম ?
Ans:পিটুইটারি
Q.কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায় ?
Ans:ইস্টজেন
Q.রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বুঝা যায় ?
Ans:ডায়াবেটিস
#শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ দিন।

No comments

Powered by Blogger.