Header Ads

গণিত চর্চা

একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ঃ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়,  তবে পানির পরিমাণ কত লিটার।
উত্তরঃ ২

 পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৬২ বছর  হলে পূত্রের বয়স কত?
উত্তরঃ ৩০

4X2+9Y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে
উত্তরঃ  12xy

কোন ৩ টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?
উত্তরঃ ২,৪,৭

একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য অপেক্ষা ১ মিটার কম  এবং অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ১ মিটার বেশি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?
উত্তরঃ  ৫

একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত ১ঃ২ঃ৩ ।  ত্রিভুজটি হবে?
উত্তরঃ  সমকোণী

একটি গাড়ির চাকা  প্রতি মিনিটে ১২ বার ঘোরে।  চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?
উত্তরঃ ৩৬০  ডিগ্রী

১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯, তাদের সমষ্টি কত?
উত্তরঃ ১০৭

একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫০  মিটার ও ১০০ মিটার। বাগান টির দৈর্ঘ্য ২০% এবং প্রস্থ ১০%  বৃদ্ধি বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?
উত্তরঃ ১৯৮০০

একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার । এর ব্যাসার্ধ কত মিটার?
উত্তরঃ  ৪

১৪৩ টাকাকে ২ঃ৪ঃ ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
উত্তরঃ ৩৯

4*5*0*7*1=কত ?
উত্তরঃ  0

 2x+3y/3x+2y=5/6 হলে x:y কত?
উত্তরঃ 8:3

একটি ত্রিভুজের ৩ বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩  হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
উত্তরঃ ৬

 ৬ জন পুরুষ ,৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর রচনা। পুরুষদের বয়স ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?
উত্তরঃ ১৩ বছর

৪০ ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি?
উত্তরঃ ৫০  ডিগ্রী

০,১,২ এবং ৩  দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-
উত্তরঃ ২১৮৭

 X-1/x=1 হলে x3-1/x3  এর মান কত
উত্তরঃ 4.0

 একটি শ্রেণীর প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩টি  ব্রাঞ্চ খালি থাকে । আবার প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসলে ৬  জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত?
উত্তরঃ ৬০

z2+7x+P যদি x-5  দ্বারা বিভাজ্য হয় তবে p  এর মান কত
উত্তরঃ  -60.0

No comments

Powered by Blogger.