Header Ads

কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০১৯


১। জাপানের বর্তমান সম্রাট নারুহিতো কততম সম্রাট? "Reiwa" অর্থ কি?

উত্তরঃ ১২৬ তম। অর্থঃ সুন্দর সম্প্রীতি।

২। জইস-ই-মুহাম্মদ(JEM) কোন দেশভিত্তিক জঙ্গি সংঘটন?

উত্তরঃ পাকিস্থান।

৩। সম্প্রতি জইস-ই-মুহাম্মদ(JEM) এর শীর্ষ নেতা মাসুদ আজহারকে 'বিশ্ব সন্ত্রাসী' ঘোষণা দেয় কে?

উত্তরঃ জাতিসংঘ।

৪। সম্প্রতি ব্রিটিশ আদালত জুলিয়ান অ্যাসাঞ্জকে কতদিনের কারাদন্ড দেয়?

উত্তরঃ ৩৫০ দিন।

৫। সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে "জলবায়ু জরুরি অবস্থা জারি" করে কোন দেশ?

উত্তরঃ যুক্তরাজ্য। (২য়: আয়ারল্যান্ড)

৬। মিয়ানমারে কারাদন্ডপ্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিক সম্প্রতি কবে মুক্তি পান?

উত্তরঃ ৭ মে। (৫১২ দিন করাভোগ করেন)

৭। সম্প্রতি ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে স্বাক্ষরিত চুক্তি Deal of the Century  ফাঁস করে কোন সংবাদমাধ্যম?

উত্তরঃ দৈনিক হাইয়ুম। (ইসরাইল)

৮। সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন নিবন্ধনকৃত রাজনৈতিক দল কোনটি?

উত্তরঃ বাংলাদেশ কংগ্রেস।(৪১ তম)

৯। সম্প্রতি দ্রুততম বুলেট ট্রেনের পরীক্ষামূলক কার্যক্রম চালায় কোন দেশ?

উত্তরঃ জাপান।

১০।  'HUAWEI' কোন দেশভিত্তিক কোম্পানি?

উত্তরঃ চীন।

১১। সম্প্রতি আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ কয় উইকেটে উইন্ডিজকে পরাজিত করে?

উত্তরঃ ৫ উইকেটে।

১২। পদ্মা সেতুতে প্রথম রেলওয়ে স্প্যান বসানো হুয় কবে?

উত্তরঃ ১৭ মে, ২০১৯।

১৩। সম্প্রতি রাশিয়ার সাথে যৌথভাবে ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-500 নির্মাণের ঘোষণা দেয় কোন দেশ?

উত্তরঃ তুরস্ক।

১৪। কিলোগ্রাম(Kg) এর নতুন সংজ্ঞা কার্যকর হয় কবে থেকে?

উত্তরঃ ২০ মে,২০১৯।

১৫। জামাতুল মুজাহিদীন বাংলাদেশ(JMB)-কে সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করে কোন দেশ?

উত্তরঃ ভারত।

১৬। দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট কে?

উত্তরঃ সিরিল রামাফোসা।

১৭। জাতীয় রাজস্ব বোর্ড(NBR) ঘোষিত সর্বশেষ শুল্ক স্টেশন কোনটি?

উত্তরঃ রামপাল বিদ্যুৎ কেন্দ্র এলাকা।

১৮। ৬ষ্ঠ আদমশুমারি কবে অনুষ্ঠিত হবে?

উত্তরঃ ২০২১।

১৯। ৬ষ্ঠ কৃষিশুমারি কবে অনুষ্ঠিত হবে?

উত্তরঃ ৯-২০ জুন,২০১৯।

২০। সম্প্রতি সন্ধান পাওয়া 'ফিকল ঝরণা' কোথায় অবস্থিত?

উত্তরঃ মৌলভীবাজার।

২১। বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি?

উত্তরঃ ১১৪ টি।

২২। সম্প্রতি আঘাত হানা "ঘূর্ণিঝড় ফণী"র নামকরণ করে কোন দেশ?

উত্তরঃ বাংলাদেশ।

২৩। বাংলাদেশ ও ভারতের যৌথ অর্থায়নে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের পরিচালক  কে?

উত্তরঃ শ্যাম বেনেগাল।(ভারত)

২৪। সম্প্রতি জাতিসংঘের অস্ত্র বানিজ্য চুক্তি(ATT) থেকে নাম প্রত্যাহার করে নেয় কোন দেশ?

উত্তরঃ যুক্তরাষ্ট্র।

২৫। বিশ্বের দীর্ঘতম পারমাণবিক সাবমেরিনের নাম কি?

উত্তরঃ Belgorod.

২৬। জাপানি সম্রাটের অভিষেক হয় যে সিংহাসনে,তার নাম কি?

উত্তরঃ চন্দ্রমল্লিকা সিংহাসন।

২৭। ২০১৯ সালের সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?

উত্তরঃ অধ্যাপক আনিসুজ্জামান।(বাংলাদেশ)

২৮। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে বিদেশি টি-২০ লিগে খেলার সুযোগ লাভ করেন কে?

উত্তরঃ জাহানারা আলম।

২৯। ২০১৯ ICC বিশ্বকাপ ক্রিকেটের থিম সং-এর শিরোনাম কী?

উত্তরঃ Stand By.

৩০। ICC-র প্রথম নারী ম্যাচ রেফারি কে?

উত্তরঃ জিএস লক্ষ্মী।(ভারত)

৩১। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(UGC)
নতুন চেয়ারম্যান কে?

উত্তরঃ অধ্যাপক কাজী শহীদুল্লাহ্।

৩২। অপরিণত শিশু জন্মাহারে শীর্ষ দেশ কোনটি?

উত্তরঃ বাংলাদেশ।

৩৩। ২০১৯ সালের ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ লাভ করেন কে?

উত্তরঃ জোখা আরহারথি।(ওমান)--> [Celestial Bodies গ্রন্থের জন্য ]

৩৪। ২০১৯ সালে আইফেল টাওয়ার নির্মানের কত বছর পূর্ণ হয়?

উত্তরঃ ১৩০ বছর।

৩৫। ২০১৯ সালে কোন বিখ্যাত চিত্রশিল্পীর ৫০০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়?

উত্তরঃ লিওনার্দো দ্য ভিঞ্চি।


৩৬। ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (BJP) মোট কয়টি আসন পায়?

উত্তরঃ ৩০৩ টি।

৩৭। ২৪ বার এভারেস্ট চূড়ায় আরোহণকারী ব্যক্তি কে?
উত্তরঃ কামি রিটা শেরপা। (নেপাল)

৩৮।  ২০১৯ বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের মধ্যে কোন দলের জাতীয় সংগীতের ব্যাপ্তিকাল সর্বোচ্চ?

উত্তরঃ বাংলাদেশ ।(২মিনিট ৪৫সেকেন্ড)

৩৯। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি কত?

উত্তরঃ $ ৪০ লাখ।

No comments

Powered by Blogger.