Header Ads

ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদ সম্পর্কে কিছু তথ্য



প্রধানমন্ত্রীর বাসভবনের অফিসিয়াল ঠিকানা - ৭ ,লোক কল্যাণ মার্গ,পঞ্চবটী। যার আগের নাম ছিল ৭ রেসকোর্স রোড ।


 ১৯৮৪ সালে প্রথম এই ভবনে থাকতে আরম্ভ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী । পরবর্তীকালে প্রাক্তন প্রধানমন্ত্রী ভিপি সিং এই ঠিকানিটিকে প্রধানমন্ত্রীর অফিসিয়াল বাসভবন হিসাবে ঘোষণা করেন ।

২০১৬ সালে ৭,রেসকোর্স রোড  ঠিকানার নাম বদলে হয় ৭,লোক কল্যাণমার্গ ।
প্রধানমন্ত্রীর অফিসের ঠিকানা সাউথ ব্লক ,রায়সিনা হিলস ,দিল্লী -১১০০১১

প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন লর্ড মাউনব্যাটেন ।

প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু সবচেয়ে বেশিকাল প্রধানমন্ত্রী পদে থেকেছেন । তিন চারবার প্রধান মন্ত্রী রুপে শপথ গ্রহণ করেন (১৯৪৭,১৯৫২,১৯৫৭,১৯৬২) ।তিনি মোট ১৬ বছর ২৮৬ দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন ।

গুজারিলাল নন্দা দুবার ১৩ দিন করে একটিং প্রধানমন্ত্রী রুপে কার্যভার গ্রহণ করে ছিলেন ।১৯৬৪ সালে জহরলাল নেহেরুর মৃত্যুর পর এবং ১৯৬৬ সালে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর।

লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যজনক ভাবে মৃত্যু হয় উজবেকিস্তানের তাসখন্দে।
১৯৬৫ সালের ভারত পাকিস্তানের যুদ্ধের পর ১৯৬৬ সালে তাসখন্দে ভারত পাকিস্তানের একটি শান্তিচূক্তি স্বাক্ষরিত হয় ।ভারতের হয়ে স্বাক্ষর করেন লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের হয়ে স্বাক্ষর করেন সে দেশের রাষ্ট্রপতি আয়ুব খান ।সেখানেই মৃত্যু হয়  লাল বাহাদুর শাস্ত্রীর ।

ইন্দিরা গান্ধী প্রথম রাজ্যসভার সদস্য থাকাকালীন প্রধানমন্ত্রী হোন ।
ইন্দিরা গান্ধী ছাড়া দেবেগৌড়া ও আই.কে গুজরাল রাজ্যসভার সদস্য হয়ে প্রধানমন্ত্রী হোন ।

ইন্দিরা গান্ধী  ছিলেন দেশের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী ।

রাজীব গান্ধী ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রুপে পদে বসেন । ৪০ বছর বয়সে প্রধানমন্ত্রী হোন ।

পামুলাপর্তি ভেঙ্কট নরসিমা রাও বা পি ভি নরসিমা রাও প্রথম দক্ষিণ ভারতীয় যিনি প্রধানমন্ত্রী হোন এবং তিনি ছিলেন কংগ্রেসের প্রথম  গান্ধী পরিবারের বাইরের একজন প্রধানমন্ত্রী ।

সবচেয়ে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী পদে ছিলেন অটল বিহারী বাজপেয়ি ।মাত্র ১৬ দিন ।১৯৯৬ সালের ১৬ মে  থেকে ১ জুন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন।

চৌধুরি চরণ সিং একমাত্র প্রধানমন্ত্রী যিনি পার্লামেন্টের কোন অধিবেশনে থাকার সুযোগ পাননি ।

ইন্দিরা গান্ধী একমাত্র প্রধানমন্ত্রী যিনি লোকসভা ভোটে হেরে যান ।
১৯৭৭ সালের নির্বাচনে রায়বেরেলি আসনে তিনি হেরে যান ।

অটল বিহারী বাজপেয়ি প্রথম অকংগ্রেসিয় নেতা যিনি সম্পূর্ণ ৫ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন ।

মোরাজি দেশায় প্রথম অকংগ্রেসিয়  প্রধানমন্ত্রী ছিলেন ।

নরেন্দ্র মোদি একমাত্র প্রধানমন্ত্রী যিনি স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেন । ১৭ সেপ্টেম্বর ,১৯৫০ সালে তিনি বম্বে রাজ্যে (বর্তমান গুজরাট) জন্মগ্রহণ করেন।


No comments

Powered by Blogger.