Header Ads

ভারতের সংবিধান

ভারতের_সংবিধান#
প্রশ্ন:- গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ?
উত্তর:- গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ ।
প্রশ্ন:- ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং ।প্রশ্ন:- ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটন ।
প্রশ্ন:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?উত্তর:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ।
প্রশ্ন:- ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?উত্তর:- ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপাল আচারী ।
প্রশ্ন:- কোন আইন বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ?
উত্তর:- ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭) -এর বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ।
প্রশ্ন:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান ছিলেনডঃ বি.আর.আম্বেদকর ।
প্রশ্ন:- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ?উত্তর:- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা ছিল ডঃ বি.আর.আম্বেদকর -এর ।
প্রশ্ন:- ভারতের জাতীয় সঙ্গীত কে রচন করেন ?
উত্তর:- ভারতের জাতীয় সঙ্গীত রচন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন:- স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় ?
উত্তর:- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারী থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় । ভারত এইদিন একটি প্রজাতন্ত্র রাষ্ট্র রূপে ঘোষিত হয় ।
প্রশ্ন:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন ।
প্রশ্ন:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডঃ রাজেন্দ্রপ্রসাদ।
প্রশ্ন:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন পন্ডিত জওহরলাল নেহরু ।
প্রশ্ন:- কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ?
উত্তর:- ১৮ বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ।
প্রশ্ন:- রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন ।
প্রশ্ন:- লর্ড মাউন্টব্যাটেনেরপর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ?
উত্তর:- লর্ড মাউন্টব্যাটেনেরপর চক্রবর্তী রাজাগোপাল আচারী ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ।
প্রশ্ন:- ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে কয়টি অঙ্গরাজ্য আছে ?
উত্তর:- ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে ২৯টি অঙ্গরাজ্য আছে ।
প্রশ্ন:- ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ?
উত্তর:- ভারতের প্রদেশগুলির রাজ্যপাল নিযুক্ত করেন রাষ্ট্রপতি

No comments

Powered by Blogger.