Header Ads

১৩ কে নিয়ে ১৩ টি ঘটনা

১) আকবর সিংহাসনে আরোহন করেন:- ১৩বছর
বয়সে।
-
২) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য প্রকাশিত হয়
১৩ বছর
বয়সে।
-
৩) মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় রেখা আছে ১৩টি।
-
৪) ইউক্লিডের মহাগ্রন্থ ১৩খন্ডে বিভক্ত।
-
৫) কাহ্নপা চর্যাপদ রচনা করেন সর্বাধিক ১৩টি।
-
৬) বৃটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট এ উপনিবেশ
গড়ে
তুলেছিল ১৩ টি রাজ্যে।
-
৭. নাথান কমিশন গঠিত হয়েছিল:- ১৩সদস্য বিশিষ্ট।
-
৮) প্রণব মুখাজি ভারতের ১৩তম রাষ্ট্পতি।
-
৯) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মোট খন্ডের
সংখ্যা১৩টি।
-
১০) ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা ১৩জন।
-
১১) আয়তনে সূর্য পৃথিবীর চেয়ে বড় ১৩লক্ষ
গুন।
-
১২) আমেরিকার গৃহযুদ্ধর সময় প্রদেশ ছিল:- ১৩টি।
-
১৩) তেলাপোকার হৃদপিন্ড এ প্রকোষ্ট আছে
১৩টি।
-
আমাদের সাথে telegram এ যুক্ত হন -- https://t.me/railwaysntpcbengali

আমাদের সাথে whatsapp এ যুক্ত হন--- https://whatsapp.com/channel/0029Vb2bIFU8PgsE1peYGE2c

No comments

Powered by Blogger.