Header Ads

ভারতের প্রচলিত নৃত্য

 পশ্চিমবঙ্গের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ছৌ , যাত্রা , কাঠি , গম্ভীরা , ঢালি , মহল , কীর্তন ।

জম্মু ও কাশ্মীরের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ রাউফ , হিকাট , চাকরী , কুদডান্ডি নাচ , ডামালি , হেমিসগাম্পা ।

বিহারের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ যাতাযতীন , বিদেশিয়া ।

ওড়িশার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ডালখই , ডান্ডনাটে , ঘুমরা , রনপা , ছাডায়া , ওড়িশি , সাভারি , বাহাকাওয়াটা ।

 মিজোরামের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ চিরাও , বাঁশ নৃত্য , লাম , কুয়াল্লাম , চেরোকান ।

মণিপুরের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ মহারাসসা , মণিপুরি , কাবুই ।


উত্তরপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ কত্থক , চাপ্পেলী , রাসলীলা , নওটাংকি , করণ , জইতা , কাজরী , কুমাওন ।

অন্ধ্রপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ? ​
উঃ ভিথিভাগবাথাম , ওট্টম থেডাল , কুচিপুডি , কোট্টাম , মোহিনীআট্টাম ।

মধ্যপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ পান্ডভানী , মাচা , লোটা ।

 পাঞ্জাবের প্রচলিত নৃত্যগুলি কি কি ? 
উঃ গিড্ডা , ভাংড়া , ধামান , ডাফ । 

হরিয়ানার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ঝুমুর , সয়াংগ , লুর , গাগর , খোর ।

আমাদের সাথে telegram এ যুক্ত হন -- https://t.me/railwaysntpcbengali

আমাদের সাথে whatsapp এ যুক্ত হন--- https://whatsapp.com/channel/0029Vb2bIFU8PgsE1peYGE2c


মেঘালয়ের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ নংক্রেম , লাহো ।

হিমাচল প্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ মুঞ্জরা , গিড্ডা পারহাউন , কায়াঙ্গা ।

গুজরাটের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ টিপ্পানি , ডান্ডিয়ারাস , গারবা , রাসিলা , ভাবাই , গরমা ।

তামিলনাড়ুর প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ভরতনাট্টম , কোলাট্টাম , কুম্মি , থেরুকোট্টু , তেরাতলি , কারাগাম , কাভাডি ।

গোয়ার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ফুগডি , ঢালো , ডেকানি , মান্ডো , কুম্বি ।

মহারাষ্ট্রের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ তামাশা , দাহিকালা , লেজিম , লাবনী , কোলি , গাফা , নাকাতা ।

No comments

Powered by Blogger.