Header Ads

আলেকজান্ডার ও ভারতবর্ষ সম্পৰ্কে 10টি তথ্য

1. গ্রীক বীর আলেকজান্ডারের জন্ম – খ্রিষ্টপূর্ব ৩৫৬ অব্দে।
2. আলেকজান্ডারের মৃত্যু হয় – ৩২ বছর বয়সে।
3. শৈশবে আলেকজান্ডার শিক্ষা লাভ করেন – এরিস্টটলের নিকট।
4. আলেকজান্ডার সিংহাসনে আহরণ করেন – ২০ বছর বয়সে।
5. সম্রাট আলেকজান্ডার ভারত আক্রমণ করেণ – খ্রিষ্টপূর্ব ৩২৭ অব্দে।
6. আলেকজান্ডার তক্ষশীলা ও সিন্ধু উপতক্যার রাজন্যবর্গকে অনুগত্য স্বীকারের আমন্ত্রণ জানিয়ে দূত প্রেরণ করলে বশ্যতা স্বীকারের প্রতিশ্রুতিসহ প্রচুর পরিমাণে উপঢৌকন প্রেরণ করেন – তক্ষশীলার রাজা অম্ভি।
7. রাজা অম্ভি প্রসঙ্গে ‘উপমহাদেশের ইহাই হলো দেশদ্রহিতার সর্বপ্রথম দৃষ্টান্ত’ উক্তিটি করেছেন – ড. রমেশ মজুমদার।
8. আলেকজান্ডারের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন - পুরু
9. পুরুর সাথে হিদাসপিদাসের যুদ্ধ হয়|
10. আলেকজান্ডারের মৃত্যুর পর একের পর এক গ্রিক অধিকৃত অঞ্চলসমূহ জয় করেন – চন্দ্রগুপ্ত মৌর্য।

No comments

Powered by Blogger.