Header Ads

সালোকসংশ্লেষ প্রথম পর্ব

যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিল এর সাহায্যে পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইড এর রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা গ্লুকোজ সংশ্লেষিত হয় এবং উৎপন্ন খাদ্যে সৌর শক্তির আবদ্ধ করণ ঘটে এবং উপজাত বস্তু রূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয় তাকে ফটোসিন্থেসিস বা সালোকসংশ্লেষ বলে।


বায়ুর  গ্যাস যে সালোকসংশ্লেষে অংশগ্রহণ করে তা প্রথম প্রমাণ করেন 1772 খ্রিস্টাব্দে যোসেফ প্রিস্টলে ।

ব্ল্যাকম্যান 1905 সালে প্রমাণ করেন, সালোকসংশ্লেষ প্রক্রিয়া টি আলোক বিক্রিয়া ও অন্ধকার বিক্রিয়া নামক দুটি পর্যায়ে ঘটে ।

বেনসন ও কেলভিন 1956 সালে ক্লোরেলা নামক উদ্ভিদে কেলভিন চক্র পর্যবেক্ষণ করেন ।




পাতার মেসোফিল কলার কোষ গুলি সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রধান স্থান।

উদ্ভিদের সালোকসংশ্লেষের স্থান

মূলের মাধ্যমে সালোকসংশ্লেষ করে- গুলঞ্চ, অর্কিড
কান্ডের মাধ্যমে সালোকসংশ্লেষ করে -পুঁই, ফনিমনসা
পাতার মাধ্যমে সালোকসংশ্লেষ করে- সবুজ পাতা
বৃতির মাধ্যমে সালোকসংশ্লেষ করে- ফুলের সবুজ বৃতি
দলের মাধ্যমে সালোকসংশ্লেষ করে- আতা, কাঠালী চাঁপার সবুজ দল
ত্বকের  মাধ্যমে সালোকসংশ্লেষ করে- কাঁচা ফলের ত্বক




সালোকসংশ্লেষের প্রধান অঙ্গ- পাতা
 সালোকসংশ্লেষের প্রধান স্থান- মেসোফিল কলা
 সালোকসংশ্লেষের প্রধান অঙ্গ- ক্লোরোপ্লাস্ট সালোকসংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটনাস্থল- ক্লোরোপ্লাস্টর গানা
সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া ঘটনাস্থল- ক্লোরোপ্লাস্টের স্টোমা
সালোকসংশ্লেষ কারী একক- কোয়ান্টোজোম বা ক্লোরোফিল অনুর সংগঠক।
সালোকসংশ্লেষ কারী রঞ্জক- ক্লোরোফিল সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী- ক্রাইস্যামিবা, ইউগ্লিনা
সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ- সমস্ত রকম ছত্রাক স্বর্ণলতা
সালোকসংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া - রোডোসিউডোমোনাস ও রোডোস্পাইরিলাম ।




জল, কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক এবং ক্লোরোফিল সালোকসংশ্লেষের প্রধান উপাদান। এদের মধ্যে জল এবং কার্বন ডাই অক্সাইড সালোকসংশ্লেষ প্রক্রিয়ার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
 সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ রূপে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎসও জল।
 ক্লোরোফিল সালোকসংশ্লেষে সহায়তাকারী একটি বিশেষ উপাদান।




 ক্লোরোফিলে অবস্থিত রঞ্জক গুলি হল প্রধানত ক্লোরোফিল-a, ক্লোরোফিল-b, ক্যারোটিন ও জ্যান্থোফিল।
ক্লোরোফিলের প্রধান উৎস হলো সবুজ পাতার মেসোফিল কলা ।

No comments

Powered by Blogger.