Header Ads

সাম্প্ৰতিক ঘটনা - মে মাস 2018


বিশ্বের সবচেয়ে বৃহত্তম জাহাজের নাম হারামানি অফ দ্যা সিস। ১৭ মে ২০১৮ (মঙ্গলবার) ইংল্যাণ্ডের সাউথ হ্যাম্পটন বন্দরে এই জাহাজের শুভ উদ্বোধন হয়।

পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ পুরষ্কার তুলে দেওয়া হয় ২১ মে ২০১৮ কলকাতার নজরুল মঞ্চে।
এবছর বঙ্গভূষণ সম্মানে সম্মানিত  করা হয় তিনজনকে।
1. বাচিক শিল্পী পার্থ ঘোষ
2. সঙ্গীত শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী ও
3. শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়।
আমাদের সাথে telegram এ যুক্ত হন -- https://t.me/railwaysntpcbengali

আমাদের সাথে whatsapp এ যুক্ত হন--- https://whatsapp.com/channel/0029Vb2bIFU8PgsE1peYGE2c

‘বঙ্গবিভূষণ’ সম্মানে সম্মানিত হলেন  ৮ জন।
1. সাহিত্যিক সমরেশ মজুমদার,
2. প্রাক্তন বিচারপতি শ্যামলকুমার সেন,
3. রাজবংশী ভাষার গবেষক গিরিজাশংকর রায়,
4. সাঁওতালি ভাষাচর্চার সুহৃদ ভৌমিক,
5. ফুটবলার সুব্রত ভট্টাচার্য,
6. মহম্মদ হাবিব,
7.অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,
8. গায়িকা আশা ভোসলে।

তামিলনাড়ুর চেন্নায়ে ১৭ থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হল ‘ইন্টার ন্যাশনাল রেল কোচ এক্সপো।’


‘ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপনাস্ত্রে’-র সফল পরীক্ষা করল ভারত। ২১ মে ওড়িশার চাঁদিপুরের ইন্টেগ্রেটেড টেস্ট রেঞ্জের ৩ নম্বর লঞ্চ প্যাডের মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপন করা হয়। এটি ভূমি, আকাশ পথ, জল এবং জলের নীচে থেকেও উৎক্ষেপন করা সম্ভব।



কংগ্রেস ও জনতা দল (সেকুলার)-এর জোট সরকার মুখ্যমন্ত্রী গড়ল কর্ণাটকে। যদিও একক বৃহত্তম দল হয় বিজেপি | কর্ণাটকের  ২৪ তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন এইচ ডি কুমারস্বামী।

‘ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ম্যাসকট আইপি ন্যানি’ (IP Nani) এর উদ্বোধন করেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু।


সম্প্রতি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে ‘ন্যাশনাল উইন্ড সোলার হাইব্রিড পলিসি’ চালু করা হল। কেন্দ্রীয় নব ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের উদ্যোগে চালু করা হয়।


রাশিয়ায় চতুর্থ বারের জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন ভ্লাদিমির পুতিন।


  মুম্বাইয়ের ওয়াংখাড় স্টেডিয়ামে একাদশ তম আইপিএল-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চেন্নাই ৭ উইকেটে হায়দাবাদকে হারায়। বিজয়ী দল হিসাবে চেন্নাইকে ২০ কোটি টাকা দেওয়া হয়। অন্যদিকে হায়দাবাদকে ১২.৫ কোটি টাকা দেওয়া হয়। অইপিএল ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হন শেন ওয়াটসন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ঢাকা থেকে কলকাতার দমদম বিমান বন্দরে তিনি নামেন এবং সেখান থেকে হেলিকপ্টর করে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিদ্যালয়ে ৪৯ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকে বাংলাদেশ ভবনের দ্বারোদ্ঘাটন করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সাম্মাণিক ডিলিট উপাধি প্রদান করা হয়।   


No comments

Powered by Blogger.